Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিএডিসি’র পটভুমি

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), তদানিন্তন পূর্বপাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে কৃষি উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ, ১৯৬১ (ই.পি. অধ্যাদেশ XXXVII,১৯৬১) এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সরকারের কৃষি খাতের অন্যান্য উন্নয়ন প্রতিষ্ঠান হতে কার্যক্রমের দিক থেকে ভিন্নতর বিবেচিত হওয়ায় ১৯৭৫ সালে বিএডিসি’কে বাংলাদেশ কৃষি উপকরণ সরবরাহ এবং সেবা কর্পোরেশন (বিএআইএসএসসি) হিসেবে পুনঃনামকরণ করা হয়। কিন্তু ১৯৭৬ সালে বিএআইএসএসসি এর নাম পুনঃ পরিবর্তন করে বিএডিসি নাম পুনর্বহাল করা হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি’র ভিত্তি ঢাকা শহর কেন্দ্রিক হলেও এর সেবার পরিধি সমগ্র বাংলাদেশে বিস্তৃত। মাঠপর্যায়ের অফিসসমূহ উপজেলা পর্যায় পর্যন্ত, এমনকি কোন কোন ক্ষেত্রে আরো প্রত্যন্ত এলাকায় অফিসের সুবিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।


কর্পোরেশনের সাধারণ ও প্রশাসনিক দিকনির্দেশনা এবং অন্যান্য বিষয়াবলী সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালনাপর্ষদ এর উপর ন্যস্ত। কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো ৫টি উইং এর সমন্বয়ে গঠিত। এগুলো হলো: বীজ ও উদ্যান, ক্ষুদ্রসেচ, সার ব্যবস্থাপনা, অর্থ এবং প্রশাসন।


বিএডিসি’র উপর অর্পিত মৌলিক কাজগুলো হচ্ছে: সারা বাংলাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ (ক্রয়), পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন: বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা।


বিএডিসি’তে কৃষি, প্রকৌশল, অর্থনীতি, ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন পেশার পেশাজীবীগণ একত্রে কাজ করছেন। সর্বমোট মঞ্জুরীকৃত পদের সংখ্যা ছিল ২৫,৪৫১টি। কিন্তু ৯০ এর দশকের শুরুতে বিএডিসি হতে সারব্যবস্থাপনা কার্যক্রম প্রত্যাহার ও সেচকার্যক্রম বেসরকারীকরণ এবং স্বাভাবিক ও স্বেচ্ছা অবসর প্রদানের ফলে জনবল হ্রাস পায়।


এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৯ সালে (বাংলাদেশ গেজেট ২২ নভেম্বর, ১৯৯৯ সালে প্রকাশিত) কর্পোরেশনটি পুনর্গঠন করা হয় এবং মানসম্পন্ন বীজ উৎপাদন ও সেচের উপর কিছু নতুন কার্যক্রম প্রদান করা হয়। বিএডিসিতে নতুন নতুন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে সেচ কাজে ভূপরিস্থ পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি, জি২জি পদ্ধতির মাধ্যমে সারআমদানি, বীজ উৎপাদন কার্যক্রম শক্তিশালীকরণ সহ উচ্চফলনশীল জাতের বীজবর্ধন ও বিভিন্ন প্রকার প্রতিকূল সহিষ্ণু জাতের উৎপাদন বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হয়।


Bangladesh Agricultural Development Corporation (BADC) the successor of the East Pakistan Agricultural Development Corporation, established under the Agricultural Development Corporation Ordinance, 1961 (E.P. Ordinance XXXVII of 1961). In 1975, BADC was renamed as the Bangladesh Agricultural Inputs Supply and Services Corporation (BAISSC) to distinguish the functions of the corporation from other development agencies of the Government in the agricultural sector. But again in 1976 BAISSC was renamed as BADC. Based in Dhaka city, BADC, an autonomous corporate body under the Ministry of Agriculture, serves to the whole of Bangladesh and has a nationwide network of outlying field offices down to the upazila level and at some places even below that level.


The general direction and administration of the corporation and all of its affairs are vested in a Board of Directors headed by the Chairman. The operational set-up of the Corporation comprises five wings. These are: Seed & Horticulture, Minor Irrigation, Fertilizer Management, Finance and Administration.

The mandatory or primary functions of BADC are: to make suitable arrangements throughout Bangladesh for the production, procurement, transport, storage and distribution of essential agricultural inputs such as seed and fertilizers and providing irrigation facilities through utilization of surface and underground water to the farmers.


Professionals from different disciplines such as agriculture, engineering, economics, management, computer science etc. work together in BADC. The total number of sanctioned posts was 25,451. But during the early 90s due to withdrawal of fertilizer management activities from BADC and privatization of irrigation activities and also due to normal and voluntary retirement and other reasons the number of working people and capacity of the organization was reduced.


In 1999 through a gazette notification (published in Bangladesh Gazette on November 22, 1999) the corporation was reorganized and entrusted with some new activities on seed production and irrigation. In 2009 the corporation is made more vibrantand is given some more responsibilities such as providing irrigation facilities to the farmer through surface water utilization, import of non-urea fertilizer through G2G arrangement and strengthening of seed production activities with the task of multiplication of high yielding and different stress tolerant varieties of seeds allocating financial support through new projects and programmes.